বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

অদৃষ্ট


দুই আঙ্গুলে গুনে দেখলে সেই কুড়িটা
অথচ কত যুগ ধরে অঙ্ক কষেই চলেছি;

#

লম্বা করিডোর পেরিয়ে
কষ্টেসৃষ্টে সবকটা সিড়ি ভেঙে
যেদিন পৌছলাম স্বপ্নের চিলেকোঠায় -
বুঝেছিলাম, এই মাসেও দুটো পক্ষ
আর এতদিন অপেক্ষার পর
আজ অমাবস্যা ।

#

জানতাম আমি বরাবরই অঙ্কতে ভীষন কাঁচা।

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

সতর্কতা


পাহাড়ের বুক চিরে কিছু আঁকিবুকি
ভেসে আসা কয়েকটা মুহুর্ত
শবদেহ হয়ে আছে,
অথচ সর্বত্র আজ বসন্তের হোলী!

এখনও সময় আছে, তুলে নাও তুলি -
স্বপ্নের মাঝে ঘসে ঘসে
রঙীন করে তোলো তোমার জীবনী
চিহ্ন রেখে যাও, বেঁচে আছো
পাপপূণ্য নয়, বেঁচে আছো - এটুকু জানাতে
সব ভুলে ছুটে যাও সামনের দিকে;

পাহাড়ের সীমা ছেড়ে এবার
ছুটে যাবে অবসন্নতার দিকে

তোমায় সংহার করে শোধ নেবে বলে।